আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমী বিজয়ী
মাগুরায় বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোশকতায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্ট
মাগুরা প্রতিনিধি ॥ আছাদুজ্জামান ফুটবল একাডেমীর আয়োজনে বসুন্ধরা সিমেন্টের পৃষ্ঠপোশকতায় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শনিবার বিকাল ৪ টায় বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কুষ্ঠিয়া জেলা ফুটবল দলকে যশোরের আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমী ১-০ গোলে পরাজিত করে।
খেলার দ্বিতীয়ার্ধে ১০মিনিট বাকি থাকতে নুর ইসলাম ফুটবল একাডেমীর পক্ষে টিটো জয় সূচক গোলটি করেন। খেলা শেষে বিজয়ী দলের গোলদাতা টিটো ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হন ।
আগামীকাল এসবি আলী ফুটবল একাডেমী খুলনার সাথে শুভ সকাল এসসি চুয়াডাঙ্গা প্রতিদন্দ্বীতা করবে।
উল্লেখ্য, এই টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশ করছেন। উপরের দুটি দলসহ টুর্ণামেন্টে অংশ গ্রহণকারী দলগুলোর মধ্যে বাংলাদেশ ফুটবলের অন্যতম দল ঢাকার আবাহনী, মোহামেডান, শেখ রাসেল, বাংলাদেশ নৌ-বাহিনী ফুটবল দল, ঢাকা। ঝিনাইদহ জেলা ফুটবল দল, শুভ সকাল এসসি, চুয়াডাঙ্গা। গোপালগঞ্জ আবাহনী ক্রিড়া চক্র, এসবি আলী ফুটবল একাডেমী, খুলনা। আরিয়ান স্পোর্টিং ক্লাব, টাাঙ্গাইল।আছাদুজ্জামান ফুটবল একাডেমী, মহম্মদপুর মাগুরা।
মন্তব্য চালু নেই