মাগুরায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ শুরু

মাগুরা প্রতিনিধিঃ ‘শিক্ষার আলো জ্বালব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার মাগুরায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ শুরু হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় মাগুরা জেলা কালেক্টরেট চত্বরে শিক্ষা সপ্তাহের আয়োজনের উদ্বোধণ করেন জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমান।

কালেক্টরেট চত্বর থেকে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি প্রমুখ।

প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শহরের পিটিআই স্কুল মাঠে আগামী ৩০জানুয়ারি থেকে ৪ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন ।



মন্তব্য চালু নেই