মাগুরায় প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে জেলা আ.লীগের প্রতিনিধি সমাবেশ
মাগুরা প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার মাগুরা জেলা আওয়ামীলীগ ২১ মার্চ মাগুরায় প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে মাগুরা নোমানী ময়দানে প্রতিনিধি সমাবেশ করেছে ।
মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহমান এম পি। এ সময় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আবু সাইদ আল মাহমুদ স্বপন, ব্যারিস্টার নওফেল চৌধুরী, এস এম কামাল হোসেন, পারভিন জাহান কল্পনা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড.বীরেন শিকদার এমপি, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:)আব্দুল ওয়াহ্হাব, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর,মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল ফাত্তাহ, মুন্সী রেজাউল হক, হাজী গোলাম মওলা,আবু নাসির বাবলু, এড শফিকুজ্জামান বাচ্চু, এড. শাখারুল ইসলাম শাকিল প্রমুখ। সমাবেশে মাগুরার বিভিন্ন অঞ্চলের দুই সহ¯্রাধিক নেতাকর্মী অংশ নেন। সমাবেশ শেষে মাগুরার সাবেক এমপি প্রফেসর এম এস অকবরের দ্বিতীয় মুত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি আব্দুর রহমান তার বক্তব্যে বলেন,‘ষড়যন্ত্র করে বর্তমান সরকারের উন্নয়নকে যারা বাধাগ্রস্থ করতে চায় তারা কোনদিনই সফল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তার কাংখিত সমৃদ্ধির দিকে এগিয়ে যাবেই। আর আগামী জাতীয় নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে। এ ক্ষত্রে বিএনপি’র কোন অসাংবিধানিক প্রস্তাবই মেনে নেয়া হবে না’।
প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ মার্চ মাগুরা স্টেডিয়ামে মাগুরা জেলা আওয়ামীগের জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। এদিন প্রধানমন্ত্রী মাগুরায় নবনির্মিত ২৫০ শয্যার হাসপাতাল ভবনের উদ্বোধনসহ মাগুরা ঝিনাইদহ সড়কের রামনগর থেকে আবালুপর পর্যন্ত ৮ কিলোমিটারের ৪ লেন সড়কসহ বিভিন্ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
মন্তব্য চালু নেই