মাগুরায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত নিহত পিস্তল, গুলি, ম্যাগজিন উদ্ধার

মাগুরা প্রতিনিধি: মাগুরা সদরের পশ্চিম রামনগরে ঢাকা-খুলনা মহা সড়কে সোমবার ভোররাতে বাস ডাকতির চেষ্ঠাকালে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে শওকত (৩৮) নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তল, গুলি, ম্যাগজিন উদ্ধার হয়েছে।

ফরিদপুরের মধুখালী উপজেলার কুমারপাড়া গ্রামের ময়েন মন্ডলের পুত্র নিহত ডাকাত শওকতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬ টি ডাকাতি মামলা রয়েছে।

সিনিয়র সহাকারী পুলিশ সুপার সুদর্শন রায় জানান, রাত আড়াইটার দিকে পুলিশের কাছে খবর আসে মাগুরা-ঝিনাইদহ পশ্চিম রামনগর পার্কিং এলাকায় সড়কে গাছ ফেলে বাস ডাকাতির চেষ্ঠা করছে একদল ডাকাত।

টহল পুলিশ দ্রƒরুত সেখানে পৌছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে পিছু হটে ডাকাত দল। পরে সকালে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আন্তজেলা ডাকাত দলের সর্দার শওকতের লাশ উদ্ধার হয়।

লাশের পাশ থেকে উদ্ধার হয় একটি ৭. ৫ বোরের পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, তিনটি রামদা, একটি গাছকাটা করাত। নিহত শওকতের নামে মধুখালী থানায় ও বালিয়াকান্দি থানায় ৬টি ডাকাতি মামলা রয়েছে।



মন্তব্য চালু নেই