মাগুরায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার ধলহরা গ্রামে আজ বুধবার ভোর রাতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে জুবান শেখ(৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। সে ওই এলাকার গুচ্ছগ্রাম নিবাসী সোবাহান শেখের ছেলে । সে মাদক ও ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজীসহ ১৩ টি মালার আসামী।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান- গতরাত ২টার দিকে পুলিশ খবর পায় সদরের ধলহরা ও মহম্মদপুরের বিনোদপুর গ্রামের মাঝে হাবিবর মোল্যার মুসরি ক্ষেতে একদল লোক সন্ত্রাসী কাজ করার জন্য একত্রিত হয়েছে। এ খবরে এসআই গাজী শামীমের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ওই এলাকায় গেলে সন্ত্রাসীরা তাদের দেখে গুলি বর্ষণ করে।এ সময় পুলিশও গুলি বর্ষণ করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই স্থান তল্লাশী করলে ১ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ২রউন্ড গুলি, ২টি রামদা, একটি তরবারিসহ কয়েকটি দেশী অস্ত্র উদ্ধার করে। নিহত জুবানের বিরুদ্ধে মাগুরাসহ বিভিন্ন থানায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ধর্ষণসহ ১৩টি মামলা রয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে ।
মন্তব্য চালু নেই