মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে ২ সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার-৪২

মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২ সাজাপ্রাপ্ত আসামীসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা পুলিশ।

পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান গ্রেপ্তারকৃত ৪২ জনের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

এছাড়া সিআর ৬, পূর্ব মামলা ৪, রুজু মামলায় আসামী ৬ ও জিআর মামলায় ২৪ জন। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে সোর্পদ করা হয়েছে।

এসপি এহসান উল্লাহ আর জানান- মামলার আসামী ও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া মাগুরা পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক বা অযথা হইরানি করছে না’।



মন্তব্য চালু নেই