মাগুরায় পুলিশের চাঁদাবাজি বন্ধসহ ১২ দফা দাবীতে ট্রাক কভার্ডভ্যান শ্রমিক ধর্মঘট
মাগুরা প্রতিনিধি : বিভিন্ন পয়েন্টে পুলিশের চাঁদাবাজি ও মালামাল পরিমাপক স্কেলের কর্মকর্তাদের দূর্নীতিসহ ১২ দফা দাবীতে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় ডাকা ধর্মঘটে মাগুরায় সোমবার প্রায় ১০ কিলোমিটার লম্বার ট্রাকের জ্যাম সৃষ্টি হয়।এ সময় শ্রমিকরা তাদের দাবী আদায়ে নানা শ্লোগান দেন।
সকাল থেকে মাগুরা-যশোর সড়ক ও মাগুরা-ঝিনাইদহ সড়কে দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলা ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাকে দেয়। এতে মাগুরার প্রধান দুটি সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। রাস্তার দুধারে ট্রাক থামিয়ে সংগঠনের নেতৃবৃন্দ পুলিশ ও স্কেলের চাঁদাবাজিসহ ট্রাক শ্রমিকদের নানা হয়রানির বিরুদ্ধে শ্লোগান দেয়।এ সময় নেতৃবৃন্দ তাদের দাবী পূরণ না হলে দূর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।
মাগুরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জানান- ট্রাক কভার্ডভ্যান শ্রমিকরা বিভিন্ন স্থানে ব্যাপক চাদাবাজি ও হয়রানির শিকার হন। তাদের এ হয়রানি বন্ধে আমরা সরকারকে বারবার আল্টিমেটাম দিয়ে কোন সুরহা না হওয়ায় ধর্মঘট করতে বাধ্য হচ্ছি।
মন্তব্য চালু নেই