মাগুরায় পরীক্ষার্থী স্বামীকে পুলিশে ধরিয়ে দিল স্ত্রী

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজার থেকে আজ শুক্রবার সকালে আকিজ মোল্যা (২২) নামে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী গ্রেফতার হয়েছে। স্ত্রী’র দায়ের করা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।

নাকোল পুলিশ ক্যাম্পের এ এস আই তাইজুল ইসলাম জানান, আকিজ তার স্ত্রী শাহানা বেগমের দায়ের করা নারী নির্যাতন ও যৌতুক মামলার আসামী। তার বিরুদ্ধে গ্রেফতারী পারোয়ানা ছিল। সকালে তার স্ত্রী পুলিশকে সাথে নিয়ে পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী নাকোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করায়। আাকিজ শুক্রবার সকালে অনুষ্ঠিতব্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চলমান এস এস সি পরীক্ষার ইতিহাস বিষয়ের পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে যাচ্ছিল। আকিজ ও শাহানা দু’জনেরই বাড়ি শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামে। দুবছর আগে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের ১ বছর পর থেকে আকিজ স্ত্রী শাহানা’র খোঁজ খবর না নেয়ায় সে স্বামীর বিরুদ্ধে ওই মামলাটি করে বলে নাকোল পুলিশ ক্যাম্পের এ এস আই তাইজুল আরো জানিয়েছেন।



মন্তব্য চালু নেই