মাগুরায় নিরাপদ খাদ্য নিয়ে মতবিনিময়
মাগুরা প্রতিনিধি ॥ আধুনিক কৃষির অঙ্গিকার, সবার জন্য বিষমুক্ত খাবার -এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা আনবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট বিণা মিলনায়তনে সোমবার দুপুরে উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভা হয়েছে।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক পার্থ প্রতিম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. কানাই লাল স্বর্ণকার, জেলা মৎস্য অফিসার চন্দ্র শেখর নন্দী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান হাফিজ, মাগুরা মসলা গবেষণা ইন্সটিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মনিরুুজ্জামান, জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম, কৃষি গবেষক গাউসুল আজম স্বাধীন।
সভায় দুই শতাধিক কৃষি কর্মকর্তার উপস্থিতিতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কেম্ক্যিালযুক্ত শাক-সবজি ও ফল গ্রহণের কুফল ও এ বিষয়ে করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান হাফিজ।
মন্তব্য চালু নেই