মাগুরায় নববর্ষ উদ্যাপন উপলক্ষে শহীদ লুতাশ সংঘের নানা আয়োজন
মাগুরা প্রতিনিধি: বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে শহীদ লুতাশ সংঘ পারনান্দুয়ালী নবগঙ্গা নদীর চর প্রাঙ্গনে দু’দিন ব্যাপী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে । আয়োজনের মধ্যে ছিল তালের ডোঙ্গা বাইচ, মটরসাইকেল রেস, পানির মধ্যে বাঁলিশ খেলা, তৈলক্ত কলাগাছ বেয়ে উঠা ও শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা ।
পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন। এ সময় সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, ৬নং ওর্য়াড কাউন্সিলর আব্দুল কাদের গণি মোহন, সাবেক কাউন্সিলর কুতুবউদ্দিন, মহিলা কাউন্সিলর পারভীন আক্তার হাওয়া ও জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপত্বিত করেন শহীদ লুতাশ সংঘের সভাপতি মো: ওহিদুল ইসলাম। দুদিন ব্যাপী এ অনুষ্ঠানে শহরের ও পারনান্দুয়ালী গ্রামের সাধারণ মানুষের ঢল ছিল উপচে পড়া ।
মন্তব্য চালু নেই