মাগুরায় নবগঙ্গা নদী বাঁচাতে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরতলীর নবগঙ্গা নদী বাচাঁতে , নদীতে বর্জ্য না ফেলা ও নদীর সৌন্দর্য বৃদ্ধি করতে গতকাল শুক্রবার মানবনন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগো মাগুরা ।

সকালে নবগঙ্গা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্টিত হয় । মানবনন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুর রউফ মাখন , মাগুরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো: আবু সাঈদ মোল্লা , দুধ মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম নিলূ , নান্দুয়ালী ডিইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকমো: আনিছুর রহমান ও জাগো মাগুরার সংগঠক বারিক আনজাম বারকি প্রমুখ ।

মানববন্ধনে নদীতে বাড়ি ঘরের ময়লা-আবর্জনা বর্জ্য না ফেলা নিদিষ্ট স্থানে ফেলার জন্য শহরবাসীকে আহবান জানানো হয় । তাছাড়া নদী খনন , নদীর সৌন্দর্য বৃদ্ধি করতে যথাযথ কতৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেন তারা । এ সময় নদীতীরবর্তী বসতীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় ।



মন্তব্য চালু নেই