মাগুরায় নন এমপিও শিক্ষকদের মানববন্ধন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় সোমবার নন এমপিও শিক্ষকদের এক মানবন্ধন অনুষ্ঠিত হয়। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন মাগুরা জেলা শাখা শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
মানবন্ধন শেষে একই স্থানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুল রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা বেলোয়ারা খানম।
বক্তারা বলেন প্রায় ১লক্ষ ২০হাজার শিক্ষক ১৫-২০ বৎসর যাবত শিক্ষকতা করছেন। ২০লক্ষা ধিক শিক্ষার্থীকে পাঠদান কারী এই লক্ষাধিক শিক্ষক বেতন পাচ্ছেন না। বেতনের অভাবে তারা মানবেতর জীবন যাপন করছে। বক্তারা অবিলম্বে তাদেরকে এমপিও ভুক্তি করে তাদের সীমাহীন কষ্ট লাঘবের দাবি জানান।
মন্তব্য চালু নেই