মাগুরায় নদী বাচাঁতে মানবনন্ধন
মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় শুক্রবার সকালে নবগঙ্গা নদীকে বাচাঁতে ১১ দাবীতে নবগঙ্গা নদীর তীরে ও শহরে মানববন্ধন করেছে জাগো মাগুরা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন । মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এ্যাড. আলী আকতার , মাগুরা ইতিহাস গবেষক ডা. তাসুকুজ্জামান , এ্যাড কাজী মিনহাজ উদ্দিন , কাউন্সিলর আবুরেজা এহিয়া নান্টু ও জাগো মাগুরা সংগঠনের সংগঠক বারিক আনজাম বারকি ।
মানববন্ধনে বক্তারা বলেন , নবগঙ্গা নদী মাগুরার প্রাণ । নানা কারণে এ নদীটি বর্তমানে মৃতপ্রায় । বাড়ি-ঘর ,ড্রেনের বর্জ্য নবগঙ্গা নদীতে ফেলার কারণে নদী ভরাট হয়ে যাচ্ছে। অবিলম্বে নদীতে বর্জ্যফেলা বন্ধ করতে হবে । তাছাড়া নদীরসৌন্দর্য রক্ষায় নদীতীরে ইকো পার্ক নির্মাণ ও নদীর নব্যতাফেরাতে দ্রুত ড্রেজিং এর ব্যবস্থা করতে হবে ।
মানববন্ধন শেষে নদীতীরবর্তী বসতীদের মাঝে নদী রক্ষায় ১১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
মন্তব্য চালু নেই