মাগুরায় ধানের চাতালের আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু
মাগুরা প্রতিনিধিঃ মাগুরায় ধানের চাতালের আগুনে পুড়ে বৃহস্পতিবার বিকেলে রাহুল (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই চাতালের শ্রমিক রবিউলে ছেলে। ঘটনাটি ঘটেছে পুলিশ লাইন এলাকায় সাবু শরীফের ধানের চাতালে
প্রত্যক্ষদর্শী জানান- পুলিশ লাইন এলাকার সাবু শরীফের ধানের চাতালে শ্রমিকের কাজ করা রবিউল ও রেহানা দম্পতি ও মিলে বসবাস করেন। দুপুরে ধান সেদ্ধ করার পর আগুন না নিভিয়ে চুলাটি উন্মুক্ত ছিল।
বৃহস্পতিবার বিকেলে শিশুটি খেলতে খেলতে মিলের ধান সেদ্ধ করা তুষের চুলার ভেতরে পড়ে যায় । এতে তার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. বিকাশ কুমার শিকদার তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য চালু নেই