মাগুরায় দরিদ্র রোগীদের ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প
মাগুরা প্রতিনিধি : বে-সরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে মাগুরা সদর উপজেলার রামনগর গ্রামে শনিবার দরিদ্র রোগীদের জন্য ৩ দিন ব্যাপি ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প শুরু হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আশা’র শত্রুজিৎপুর ব্র্যাঞ্চে’র এরিয়া ম্যানেজার রমেন্দ্র নাথ মাতুব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাম নগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র বিশ্বাস। বক্তব্য রাখেন রাম নগর পুলিশ ফাড়ির এস আই বিটুল হাসান, আশা’র রাম নগর ব্র্যাঞ্চ ম্যানেজার মুস্তাফিজুর রহমান, ডা. মিল্টল রায় প্রমুখ। ৩ দিন ব্যাপি ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পে ২২০ জন রোগীকে চিকিৎসা দেয়া হবে।
ক্যাম্পে চিকিৎসা নিতে আশা দরিদ্র গৃহবধু ফাতেমা বেগম ও রোকেয়া বেগম জানান, ফ্রি ফিজিও থেরাপি ক্যাম্প মাধ্যমে তারা বিনা মূল্যে মাজা ও পায়ের ব্যথাসহ বিভিন্ন ধরনের ব্যথা উপশমে প্রয়োজনীয় পরামর্শ ও ব্যবস্থাপত্র পেয়ে উপকৃত হচ্ছেন।
মন্তব্য চালু নেই