মাগুরায় ট্রাকের চাপায় ২জন নিহত
মাগুরা প্রতিনিধি: মাগুরায় বৃহস্পতিবার ভোরে বালুভর্তি ট্রাকের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক ও হেল্পারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মাগুরা সদর উপজেলার রামনগর এলকায়।
হাইওয়ে পুলিশের এসআই আব্দুর রউফ জানান- ভোর ৫ টার দিকে ঢাকা থেকে মাগুরামুখি আসা একটি পিকআপের সাথে অপর দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কা লাগে। এ সময় পিকআপে হেলপার ঘটনাস্থলেই মারা যান। আহত ড্রাইভার হানিফকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেলও ড্রাইভার পালিয়েছে।
নিহত পিকআপ ড্রাইভার হানিফ নারায়নগঞ্জের ফতুল্লা উপজেলার সস্তাপুর গ্রামের লালমিয়ার ছেলে। নিহত হেলপার এর পরিচয় জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
মন্তব্য চালু নেই