মাগুরায় জেলা জামায়াতের আমির ও তার সহযোগি গ্রেপ্তার
মাগুরা প্রতিনিধিঃ পুলিশের বিশেষ অভিযানে এক সহযোগিসহ গ্রেপ্তার হয়েছে মাগুরা জেলা জামায়াতের আমির আলমগীর বিশ্বাস। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শত্রুজিৎপুর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার শত্রুজিৎপুর আম বাগান এলাকা থেকে পুলিশ জেলা জামায়াতের আমির আলমগীর বিশ্বাস ও সুয়াইব নামে তার এক সহযোগিকে গ্রেপ্তার করেছে। আলমগীর বিশ্বাসের বিরুদ্ধে জঙ্গী তৎপরতা অভিযোগ রয়েছে। এছাড়া তার নামে থানায় নাশকতার অভিযোগে ৬ টি মামলা রয়েছে।
মন্তব্য চালু নেই