মাগুরায় ছাত্রলীগ নেতা রাজনের খুনীদের বিচারের দাবীতে শোকর্যালী ও মানববন্ধন
মাগুরা প্রতিনিধি : মাগুরার কৃতি ফুটবল খেলোয়াড় , ছাত্রলীগ নেতা ও মুক্তিযোদ্ধার সন্তান রাজনের খুনীদের বিচারের দাবীতে শুক্রবার শোকর্যালী ও মানববন্ধন হয়েছে।
মাগুরার সর্বস্তরের মানুষ ও পরিবারের সদস্যবৃন্দ এ মানববন্ধনে অংশ নেয়।
সকালে মাগুরা পিটিআই স্কুলের সামনে মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নাইম , ছাত্রলীগ নেতামো:হেলাল ও যুবলীগ নেতা আশরাফ খান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন , রাজন হত্যার ২ বছর অতিবাহিত হয়েগেলেও এখনো আমরা সুষ্টু বিচার পায়নি। রাজনের খুনীরা এখনো প্রকাশ্য দিবালোকে শহরে ঘুরে বেড়াচ্ছে। তাদের অবিলস্বে বিচারের আওতায় এনে সুষ্টু বিচার দাবী জানান বক্তারা।
পরে শোকর্যালীটি শহর প্রদক্ষিণ করে ও পৌর গোরস্তানে মরহুরের কবর জিয়ারত করা হয়।
মন্তব্য চালু নেই