মাগুরায় ছাগল ছানাকে দুধ পান করাচ্ছে গাভী
মাগুরা প্রতিনিধিঃ একটি গাভী তার নিজের দুধ পান করতে দিচ্ছে ছাগল ছানাকে। ভিন্ন দুই প্রাণির মধ্যে সখ্যতার ঘটনাটি মাগুরার মহম্মদপুরের বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া পূর্বপাড়া এলাকায় এখন ব্যাপক আলোচিত।গাভির মালিক ইমারত ফকির জানান,দেড় মাস আগে প্রায় একই সাথে তার গাভি ও ছাগল বাচ্চা প্রসব করে। মা ছাগলটির দুধ দেওয়া বন্ধ করে দিলে তারা বিপাকে পড়েন।
একই গোয়ালে থাকায় গাভি ও ছাগল ছানার সাথে সখ্যতা গড়ে উঠে। একপর্যায়ে দেখা যায় গাভিটি ছাগল ছানাকে দুধ দিতে শুরু করে।
এরপর থেকে ছাগলছানা নিয়মিত গাভির দুধ পান করছে। এতে ছাগলছানাটি দ্রুত বড় হয়ে উঠছে। গতকাল রোববার বিকেলে সরেজমিনে গিয়েদেখা গেছে এ দৃশ্য।গাভিটির একটি বাছুর রয়েছে। বাছুর ও ছাগলছানা পালাক্রমে দুধ পান করে।
সবসময় ছাগলছানাটি গাভির আশপাশেই থাকে। মায়ের সাথে ছাগলছানাকে তেমন ভিড়তে দেখা যায় না।প্রতিবেশি রেজাউল ইসলাম জানান, ভিন্ন দুটি প্রাণির মধ্যে এই সখ্যতা ও দুধ পান করতে দেওয়ায় বিষয়টি আলোচিত ও বিরল।
এই ঘটনা দেখতে প্রতিদিন বিভিন্ন গ্রামের লোকজন ভিড় করছেন। মহম্মদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা বলেন,‘গাভির দুধ খাওয়ানোর ঘটনাটি ব্যতিক্রম। দীর্ঘ কর্মজীবনে তিনি এধরণের ঘটনা দেখেননি বলে জানান।
মন্তব্য চালু নেই