মাগুরায় চিকিৎসকদের কর্মবিরতী-মানববন্ধন

মাগুরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার শম্পা রানীর উপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মাগুরা সদর হাসপাতালের চিকিৎসকরা এক ঘন্টার কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে জেলা সদরের সকল চিকিৎসকগণ অংশ নেয়।

রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সিভিল সার্জন অফিসের সামনে এ কর্মবিরতি ও মানববন্ধন করে। এ সময় তারা ডাক্তার শম্পা রানীর উপর হামলার ঘটনায় দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. জয়ন্ত কুন্ডুসহ অন্যান্যরা।

বক্তারা অবিলম্বে ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।



মন্তব্য চালু নেই