মাগুরায় ঐহিত্যবাহি কবি গানের আসর

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার শ্রীপুর উপজেলার বৈঠাখালী গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কবি গানের আসর। স্থানীয় গ্রামবাসীর আয়োজনে রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ গান চলে। এবারের আসরে পালা গান পরিবেশন করেন বাগেরহাট জেলার রামপালের কবিয়াল কবিয়াল শ্যামল সরকার ও অরূপ সরকার।

পাল্টাপাল্টি যুক্তি, তর্ক ও গানে-গানে দুই কবিয়ালের লড়াইয়ে মধ্যে দিয়ে এ গান অনুষ্ঠিত হয়। যা হারমনিয়াম, ঢোল, বাশি, বেহালাসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। দূর-দুরান্ত থেকে আসা হাজার-হাজার দর্শক শ্রোতা এ গান উপভোগ করেন।

এলাকাবাসী অধ্যক্ষ বিপুল বিশ^াসসহ অন্যরা জানান, একশ’ বছরের বেশি সময় ধরে বৈঠাখালী গ্রামে এ কবি গান অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর বাংলা পহেলা কার্ত্তিক স্থানীয় গ্রামবাসী সম্মিলিতভাবে এ গানের আয়োজন করে থাকেন। এ গান উপলক্ষে এলাকায় বসে গ্রামীণ মেলা।



মন্তব্য চালু নেই