মাগুরায় আবৃত্তি সংগঠন কন্ঠবীথির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মাগুরা প্রতিনিধি : গতকাল শনিবার নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে মাগুরার ঐতিহ্যবাহী আবৃত্তি সংগঠন কণ্ঠবীথি’র ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেল ৫ টায় শহরের সেগুন বাগিচা থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর ঘুরে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সন্ধ্যায় সেখানে আয়োজন করা হয় আবৃত্তি অনুষ্ঠানের। যেখানে আবৃত্তি করেন ভারতের বিশিষ্ঠ আবৃত্তি শিল্পি সৌরেন চট্টোপাধ্যায় ও কন্ঠবীথির প্রতিশ্রুতিশীল আবৃত্তি শিল্পিরা।
এর আগে সকালে ৯ টায় সৌরেন চট্টোপধ্যায়ের তত্বাবধানে শহরের তিন নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কন্ঠবীথির শিশু বিভাগের আবৃত্তি প্রশিক্ষন। পরে ১৯ বছর পুর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় সংগঠনের নতুন-পুরাত সদস্যদের প্রীতি সম্মেলন। সবশেষে রাতে উড়ানো হয় ফানুষ।
মন্তব্য চালু নেই