মাগুরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : “অন্যের অধিকার রক্ষায় আসুন পাশে দাঁড়াই সবাই ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার মাগুরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে ।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা রোভা ফাউন্ডেশন এ দিবসের আয়োজন করে । সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী শহরের চৌরঙ্গী মোড় হয়ে পৌর পার্কে এসে শেষ হয় ।
সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রস্তম আলী ,জেলা জেলে অধিকার রক্ষা কমিটির সভাপতি আব্দুর রউফ মাখন ,রোভা ফাউন্ডেশনের প্রকল্প সম্বনয়কারি মো: আওলাদ হোসেন , প্রকল্প কর্মকর্তা শরিফুল ইসলাম ও উপজেলা টিম লিডার সালাউদ্দিন হোসেন প্রমুখ । অনুষ্ঠানে জেলে পরিবারের শতাধিক নারী-পুরুষ অংশ নেয় ।
মন্তব্য চালু নেই