মাগুরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

মাগুরা প্রতিনিধি : ‘উন্নয়নের মহা সড়কে, অভিবাসীরা সবার আগে’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ রবিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আসাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার শর্মা, মাহমুদুল্লাহ মজুমদার, অধ্যক্ষ আরিফ হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই