মাগুরায় আন্তঃস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ৬ ছাত্র আহত
মাগুরা প্রতিনিধি ॥ আন্তঃস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই স্কুলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে খেলোয়াড়সহ ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকালে সদর উপজেলার জগদল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভাবনহাটি মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম জানান, মাগুরা জেলা ভিত্তিক আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগীতায় অংশ নিতে সদর উপজেলার জগদল মাধ্যমিক বিদ্যালয় মাঠে যায়। বিকালে খেলা শুরু হলে নিধার্রিত সময়ে গোল শূন্য ড্র হয়।পরবর্তিতে টাইব্রেকারের মাধ্যমে ৫-৪ গোলে ভাবনহাটি স্কুল জয়ী হয়।খেলায় হেরে যেয়ে অতর্কিতভাবে জগদল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা আমাদের খেলোয়াড়দের উপর হামলা করে।এ সময় ভাবনহাটি স্কুলের ছাত্র ও খেলোয়াড়সহ ৬ ছাত্র আহত হয়। আহতদের মধ্যে গোলরক্ষক পারভেজ এবং খেলোয়াড় রিমনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য চালু নেই