মাগুরায় আখেরি মোতাজাতের মধ্যদিয়ে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা সমাপ্ত

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ শনিবার আখেরি মোতাজাতের মধ্য দিয়ে তিনদিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। দুপুর ১১ টা ৪৯ মিনিটে শুরু হয় ইজতেমার আখেরি মোনাজাত। প্রায় ২০ মিনিট ব্যাপী আখেরি মোনাজাতে জেলার চার উপজেলার প্রায় অর্ধ লক্ষাধিক মুসুল্লি অংশ নেয়। ইজতেমার শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার সকাল থেকে জেলা চার উপজেলার গ্রাম-গঞ্জ. হাট-বাজার , শহরের পাড়া ,মহল্লা থেকে মানুষ ইজতেমার মাঠে ভিড় করে। এমন কি বিভিন্ন স্থান থেকে মহিলারা মাঠের আশে-পাশের পাড়া-মহল্লার বাসা বাড়িতে ছাদে অবস্থান নিয়ে মোতাজাতে অংশ নেন।

আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইল জামে মসজিদের মুরুবি। তিনদিন ব্যাপী জেলা ইজতেমায় পুলিশ প্রশাসনের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।



মন্তব্য চালু নেই