মাগুরায় অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।
মাগুরা প্রতিনিধি: বৃহস্পতিবার মাগুরা নান্দুয়ালী এলাকায় নবগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাগুরা সদরের এসি ল্যান্ড জাকির হোসেন এ উচ্ছেদ অভিযান চালায় । তবে ব্যবসায়ীরা এ উচ্ছেদ অভিযানের আগে কোন প্রকার নোটিশ না দেয়ার অভিযোগ করেছেন ।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাগুরা সদরের এসি ল্যান্ড জাকির হোসেন জানান- অবৈধভাবে দখল করে মাগুরা শহরের নান্দুয়ালী বাসস্টান্ড এলাকায় নবগঙ্গা নদীর পাড় একাধিক দোকানঘর গড়ে ওঠে। জেলা প্রশাসনের খাস খতিয়ানভূক্ত ওই জমি দখল উচ্ছেদের জন্য এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি। এছাড়া এভাবে খাস খতিয়ানভূক্ত যে সব জায়গা দখলে আছে তার উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।
মন্তব্য চালু নেই