মাগুরায় অনুষ্ঠিত হল সেরা সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা
মাগুরা প্রতিনিধিঃ ২৮ তম জেলা হিসেবে মাগুরায় বাংলাদেশ নৌ বাহিনী ও বাংলাদেশ সাতার ফেডারেশনের যৌথ আয়োজনে জেলা পর্যায়ে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শীরোনামে সাতার প্রতিযোগিতা শনিবার (৬ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় সরকারি বালক বিদ্যালয় এর পুকুরে সাতার প্রতিযোগিতায় ১’শ ছেলে মেয়ে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে টাইমিং এর বিবেচনায় ১৪ জনকে মাগুরা থেকে বাছাই করে নেয়া হয়েছে। মহম্মদপুরের সিদ্দিকুর রহমান সেরা টাইমিং অর্জন করেছেন। আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ নৌ বাহিনীর সমন্বয়কারি কমান্ডার এস এম মাহমুদুর রহমান, (সি), পিএসসি জানান- এই প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশ থেকে সেরা সাতারুদের বাছাই করে ঢাকায় নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে। ১১ থেকে ১৯ বছর ৪টি বয়সভিত্তিক ক্যাটাগরিতে প্রতিযোগিতায় প্রত্যেক জেলা থেকে ছেলে ও মেয়ে সাতারুদের বাছাই করা হচ্ছে। সেক্ষেত্রে ২৮ তম জেলা হিসেবে শনিবার মাগুরায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে বিজয়ীদের সর্বমোট ৬৫ লাখ টাকার পুরস্কার দেয়া হবে। এখান থেকেই দেশের ভবিষ্যত সাতারু তৈরী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার সিনিয়র সহকারি সহকারি পুলিশ সুপার সার্কেল সুদর্শণ রায়, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ অন্যরা। মহম্মদপুরের ছেলে সিদ্দিকুর রহমান ২৯.৮৭ সেকেন্ডে ৫০ মিটার অতিক্রম করে সেরা টাইমিং অর্জন করেন।
মন্তব্য চালু নেই