মাগুরার শ্রীপুরে হাতুড়ির আঘাতে যুবকের মৃত্যু
মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার শ্রীপুর উপজেলার শাবলগাছা গ্রামে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে ওবাইদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। পেশায় টেম্পু চালক ওবাইদুল শাবলগাছা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
শ্রীপুর থানার এস আই শরিফুল ইসলাম জানান, জমি নিয়ে পুর্ব বিরোধের জের ধরে রবিবার বিকেলে স্থানীয় ওয়াপদা বাজারে ওবাইদুল প্রতিপক্ষ জিল্লুর রহমান ও তার লোকজনের হামলার শিকার হন। প্রতিপক্ষরা তাকে বড় একটি হাতুড়ী দিয়ে উপর্যুপুরি আঘাত করলে সে গুরুতর জখম হয়। আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সর্বশেষ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
শ্রীপুর থানার ওসি রেজাউল জানান, ময়না তদন্তর জন্য লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য চালু নেই