মাগুরার শ্রীপুরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দু’পর্বের এ অনুষ্ঠানে প্রথম পর্বে মাগুরার জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমান ৭ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আশরাফুল আলম ২০ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৬৩জন সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহঃ মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, জেলা সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী প্রমুখ।
মন্তব্য চালু নেই