মাগুরার শ্রীপুরে একাধিক মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী হিল্লোল বসু আটক

মাগুরা প্রতিনিধি : অস্ত্র, হত্যা ও অপহরণসহ ৬ মামলার আসামী কুখ্যাত সন্ত্রাসী হিল্লোল ওরফে সুস্ময় বসুকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে বুধবার রাতে সমাধিনগর বাজার থেকে শ্রীপুর থানা ও মাগুরা ডিবি পুলিশ আটক করে। সে রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর গ্রামের মৃত সুবাস বসুর ছেলে।শ্রীপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, আটককৃত হিল্লোলের নামে মধুখালী, বালিয়াকান্দি ও শ্রীপুর থানায় অস্ত্র, হত্যা, অপহরণ ও ম্যাগনেটের ৬টি মামলা রয়েছে।

অতি সম্প্রতি মুক্তিপণের দাবিতে শ্রীপুরের ঘটে যাওয়া একাধিক অপহরণের সে মূল নায়ক বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য চালু নেই