মাগুরার শালিখায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন

মাগুরা প্রতিনিধি: উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সদস্যগনের শপথ গ্রহন অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দুই পর্বের এ অনষ্ঠানের প্রথম পর্বে মাগুরা জেলা প্রশাসক মুহ্ঃ মাহবুবর রহমান ৬জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। ২য় পর্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিন উদ্দিন ৫৪জন সাধারন সদস্য ও ১৮ জন সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড: শ্রী বীরেণ শিকদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম,শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিন উদ্দিন,উপজেলা চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর হোসেন টুকু, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড.শ্যামল কুমার দে প্রমুখ।



মন্তব্য চালু নেই