মাগুরার শালিখার চটকাবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় খুন ঝিনাইদহের জলিল মোল্যা

মাগুরা প্রতিনিধি : শালিখা উপজেলার চটকাবাড়িয়া গ্রামে শুক্রবার রাতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় জলিল মোল্যা (৫০) নামে এক জন নিহত হয়েছেন। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাটুয়াপাড়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, শুক্রবার রাত ৮ টার দিকে চটকাবাড়িয়া বাজারে টেলিভিশন দেখা নিয়ে বাকবিতন্ডন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষরা জলিল মোল্যাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্ম জখম করে। তাকে রাতেই নিকটস্থ ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিসার জন্য পাঠানো হয় । রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জলিল মোল্যা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নাটুয়াপাড়া গ্রামের আব্দুল গফুর মোল্যার ছেলে। শালিখা থানার ওসি রবিউল ইসলাম এ নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।

ওসি জানান, চটকাবাড়িয়া ও নাটুয়াপাড়া গ্রাম দুটি পাশাপাশি কিন্তু গ্রাম দু’টি মাগুরা ও ঝিনাইদহ জেলায়। চটকাবাড়িয়া বাজারেই ওই এলাকার লোকজনের যাতায়াত বেশি। এলাকায় পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।



মন্তব্য চালু নেই