মাগুরার মহম্মদপুর থেকে মাদক ব্যবসায়ী টুকু গ্রেফতার

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার যশোবন্তপুর গ্রাম থেকে এক কেজি গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবা তৈরির উপকরণসহ টুকু মিয়া (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশ শুক্রবার গভীর রাতে তাকে যশোবন্তপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, প্রশাসনের নজর এড়িয়ে টুকু মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। এইদিন রাতে থানার ইন্সপেক্টর (তদন্ত) শাখাওয়াত্ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে এক কেজি গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবা তৈরির উপকরণ উদ্ধার করে। টুকু যশোবন্তপুর গ্রামের ওদুদ জমাদ্দারের ছেলে। তার বিরুদ্ধে মহম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন মহম্মদপুর থানার ওসি তরীকুল ইসলাম।



মন্তব্য চালু নেই