মাগুরার চাঞ্চল্যকর রউফ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

মাগুরা প্রতিনিধিঃ ॥ মাগুরায় আব্দুর রউফ হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম মাহফুজা বেগম আজ বুধবার এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছে- মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামের মোহন, সুরত আলী, হাসেম ও পারভেজ। এদের মধ্যে পারভেজ পলাতক রয়েছে। মাগুরা জজ আদালতের পিপি অ্যাড. কামাল হোসেন মামলার বিবরণ দিয়ে জানান, ২০১১ সালের ১৪ জুলাই দুপুরে পূর্ব বিরোধের জের ধরে আসামীরা বরালিদহ গ্রামের আহাদ মোল্লার ছেলে আব্দুর রউফকে কুপিয়ে জখম করে। গুরুতর অহত অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়ার পথে ওই দিন রাতে তার মৃত্যু হয়। ঘটনার দু’দিন পর ১৬ জুলাই নিহত আব্দুর রউফের পুত্র রিপন মোল্লা ৮ জনকে আসামী করে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৮ আসামীর নামেই চার্জশীট প্রদান করে। সাক্ষ্য প্রমান গ্রহন শেষে জেলা ও দায়রা জজ বেগম মাহফুজা বেগম আসামীদের মধ্যে মোহন, সুরত আলী, হাসেম ও পাভেজ নামে ৪ আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে পারভেজ পলাতক রয়েছে।



মন্তব্য চালু নেই