মাকড়সা বৃষ্টি !

প্রকৃতির কি নিলাখেলা, বৃষ্টির সাথে একেক সময় একেক ধরনের বস্তু মাটিতে বা গাছপালায় পড়ছে। এবার বৃষ্টির সাথে অগণিত মাকড়সা পড়ে ঢেকে যায় গাছপালা ও ঘরের ছাদ।

মাকড়সা বৃষ্টি দেখলো অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের গুলবার্ন শহরের মানুষ। এর কয়েকটি দেশে মাছবৃষ্টি দেখেছে সেখানকার মানুষ। এ নিয়ে কৌতূহলের শেষ ছিল না।

তবে ইউরোপ বা আমেরিকায় মাকড়সা বৃষ্টিতে মানুষের মাঝে যে আতঙ্ক তৈরি হওয়ার কথা ছিল তা কিন্তু হয়নি। সেখানকার মানুষ স্বল্পমাত্রার মাকড়সা বৃষ্টি দেখেছে।

বৃষ্টির সাথে নেমে আসা মাকড়সাগুলো অনেক সময় গাছের ডগায় ছড়িয়ে থাকে। সেখানে জাল বুনে সেই জাল প্যারাসুটের মতো ব্যবহার করে মাকড়সাগুলো নিচে নেমে আসে। স্থানীয়রা এটাকে বেলুনিং নামে আখ্যা দিয়েছে।

সূত্র : গার্ডিয়ান



মন্তব্য চালু নেই