মাকড়শার কাছে হেরে গেল বিষধর সাপ (ভিডিওসহ)

ব্রাউন স্ন্যাক। অস্ট্রেলিয়ার সবচেয়ে বিষধর প্রাণি। তার বিপরীতে ছোট্ট রেডক্যাপ মাকড়শা। তাদের মধ্যে কোনো কী তুলনা হয়! কিন্তু না, সামান্য মাকড়শার কাছে অসহায় হয়ে পড়েছিল দুর্ধর্ষ সাপটি। মাকড়শাটি তার জালে বন্দি করে সাপটির জীবনই শেষ করে দিয়েছে। নিজের চোখে না দেখলে ঘটনাটি হয়তো বিশ্বাসই করতেন না উত্তর মেলবোর্নের কৃষক নিল পোস্টেলওয়াইট। তার বাসাতেই ঘটনাটি ঘটেছে।

মাকড়শাটি সাপটিকে মেরেই ক্ষান্ত হয়নি, এটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। সেটি গিয়ে পড়ে নিলের গাড়ির নিচে। পরদিন তিনি মৃত সাপটিকে পিঁপড়ার খাবার হতে দেখেন।

তিনি বলেন, মাকড়শাটি তার জালে বন্দি করে সাপটিকে মাটি থেকে তার বাসার কাছে ওঠিয়ে আনে। তারপর সেটির ওপর কামড় বসায়। তাতেই মারা যায় সাপটি। নিল জানিয়েছেন, এটি পূর্ণ বয়স্ক সাপ নয়, বাচ্চা।

রেডব্ল্যাক স্পাইডার অত্যন্ত বিষাক্ত হিসেবে পরিচিত। প্রতি বছর দেশটিতে অন্তত আড়াই শ’ লোক এই মাকড়শার কামড়ে আক্রান্ত হয়। তাদের বিষনাশক ওষুধ ব্যবহার করতে হয়।

সূত্র : ডেইলি মেইল।

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=LcE51sqwWHs



মন্তব্য চালু নেই