মাইজদী সোনাপুর বাক প্রতিবন্ধি একটি ছেলেকে পাওয়া গেছে

এম.এ আয়াত উল্যা, স্টাফ রির্পোটার, নোয়াখালী : নোয়াখালী সদর উপজেলায় সোনাপুর এলাকায় এক বাগ প্রতিবন্ধি ছেলে পাওয়া গেছে তার অনুমানিক বয়স ৬/৭ বছর। জানা গেছে ৯ মার্চ ২০১৭ইং তারিখে সদর উপজেলায় সোনাপুর এলাকায় ঘোরাফেরা করতে দেখে অটো রিক্সা চালক, তার নাম কাউছার (৩০) পিতাঃ আবদুল মন্নান, সাং-কৃষ্ণরামপুর, মুরগী ফার্ম টুনির বাসা বাড়ার বাড়াটিয়ার অটো রিক্সা চালক তাকে উদ্ধার করে সুধারাম মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করে বাগ প্রতিবন্ধি ছেলেটিকে। সোনাপুর এলাকায় ও সুধারাম মডেল থানায় তার নাম ঠিকানা সিজ্ঞাসা করলে সে কিছুই বলতে পারে নাই। ছেলেটি পাওয়ার বিষয়টি অফিসার ইনচার্জ মহোদয়কে অবগত করিলে তার নির্দেশ ক্রমে সমাজসেবা অফিসার জনাব ফেরদৌস ও সমাজসেবা অফিসার জনাব আঃ রহমানকে টেলিফোনের মাধ্যমে অবগত করলে তাহারা থানায় আসিয়া ছেলেটির ছবি তুলে নেয় এবং তাদের কোন নিরাপদ হেফাজতে রাখার ব্যবস্থা নাই বলে চলিয়া যায়। পরবর্তীতে অফিসার ইনচার্জ মহোদয়কে অবগত করিয়া অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশ ক্রমে থানায় ডায়েরীতে নোট করা হয়। নোট নং-৪৯৮, পরে ছেলেটিকে আদালতে নিলে আদালত নিরাপত্তা হেফাজতে পাঠায়। বাগ প্রতিবন্ধির ছেলেটির বিষয় তদন্ত করার জন্য সুধারাম মডেল থানার এস.আই আমেনা বেগমকে দায়ীত্ব দিয়েছেন। কোন ব্যক্তি বাগ প্রতিবন্ধি ছেলেটিকে ছিনলে সুধারাম মডেল থানায় যোগাযোগ করার জন্য অনুরোদ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।



মন্তব্য চালু নেই