মাইগ্রেনে বেশি ভোগে নারী!
মাথার একপাশে ব্যথা বা মাইগ্রেনের ব্যথায় পুরুষের তুলনায় বেশি আক্রান্ত হন নারী। ঋতুচক্রের আগে এবং পরে হরমোনের ওঠানামা, গর্ভনিরোধক বড়ি খাওয়া, চকোলেট বা পনির বেশি খাওয়া মাইগ্রেনের প্রধান কারণ বলেও বিবেচিত। সম্প্রতি একটি গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, নারীদের মাইগ্রেন হওয়ার পেছনে আরও বেশ কিছু কারণ পাওয়া গেছে। সেগুলোর মধ্যে অতিরিক্ত স্ট্রেস, ক্লান্তি, বেশি আলোর প্রভাব, বেশি শব্দ, অতিরিক্ত ঠাণ্ডা বা গরম পরিবেশের প্রভাব। এসব কারণে নারীরা সহজেই মাইগ্রেনের সমস্যায় আক্রান্ত হয়। এছাড়াও রক্তে শর্করার পরিমাণ কম হলে এবং পানির পরিমাণ কমে গেলেও মাথাব্যথার প্রকোপ বাড়ে। মাইগ্রেনের ব্যথা বাড়লে কিছুসময় অন্তর সামান্য হলেও খাবার খাওয়া প্রয়োজন। এছাড়াও পর্যাপ্ত পানি পান করতে হবে। শর্করা জাতীয় খাবার গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেয়া প্রয়োজন।
গর্ভাবস্থায় নারীদের মাইগ্রেনের সমস্যা হলে বিশেষ কিছু সতর্কতা অত্যন্ত প্রয়োজন। এসময় স্নায়ু পথ পরিবর্তন, মস্কিষ্কে কেমিক্যালের ভারসাম্য নষ্ট হওয়া এবং মস্কিষ্কে রক্তসংবহন বেড়ে গেলেও মাইগ্রেন দেখা দিতে পারে। গবেষকদের সমীক্ষায় দেখা গেছে গর্ভাবস্থায় নারীরা সাধারণত মাইগ্রেনে আক্রান্ত হন না। তবে যারা আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে এই সমস্যা হওয়া মাত্রই চিকিৎসকের পরামর্শ একান্ত প্রয়োজন।
মন্তব্য চালু নেই