মা
মা
রবিউল কমল
বইগুলো ব্যাগে আছে
কলমটা হাতে
টিফিনের বাটিগুলো
তাও আছে সাথে।
সবকিছু ঠিক- ঠাক
নেই কোনো ফাকি
কোনোখানে কিছু তবু
থেকে যায় বাকি।
কতোদিন দেখি না যে
মায়ের-ই মুখ
হাহাকার করে মন
কেপে ওঠে বুক।
এটুকুই বাকি থাকে
এটুকুই ফাকি
বিধাতার কাছে রোজ
মা তোমায় ডাকি।
মন্তব্য চালু নেই