মহেশখালীর ৪ মেধাবী ছাত্র পুলিশের সাব ইন্সপেক্টর হলেন
জামাল জাহেদ, ককসবাজারঃ সারা বাংলাদেশে এবারের ৩৫তম এসআই পরীক্ষা অনুষ্টিত হয়। এতে ১৫১৭জন কে সব আনুষ্টানিক পরীক্ষা শেষে মনোনীত করা হয়েছে। এতে মহেশখালী উপজেলার ৪ চার মেধাবী ছাত্র মনোনিত হয়েছে বলে তাদের পারিবারিকসুত্রে জানা যায়।
তারা হলেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহাব উদ্দিন,মোঃ মামুন, চট্রগ্রাম কলেজের মেধাবী ছাত্র মোঃ আয়াত ও সুমন নামে ওরা ৪জন পুলিশের সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ লাভ করেছেন।
সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় ৩৫ তম এস আই(সাব ইন্সপেক্টর) পদে ১৫১৭ জন কে মনোনীত করা হয়েছে। এখন ১বছর মৌলিক প্রশিক্ষণ গ্রহন করতে হবে।যারা সফলভাবে ট্রেনিং সম্পন্ন করতে পারবে তারা সাব-ইন্সপেক্টর হিসেবে নিয়োগ পাবে।
নতুন অফিসার হিসেবে নিয়োগ পেয়ে বাংলার অসহায় মানুষ কে আইন সহায়তা করে পুলিশের সুনাম বৃদ্ধি ও দেশের জন্য আত্মত্যাগ করার মন মানসিকতা নিয়ে কাজ করবে এই আশাবাদ করে জনগন।মনে রাখতে হবে এই পুলিশিং কোন চাকুরি নয় এটা একটা সার্ভিস বা সেবা। সফলভাবে ট্রেনিং সম্পন্ন করে সকল অফিসারদের দেশ সেবায় আত্মনিয়োগ করতে হবে সেবার মনমানসিকতায়।
মহেশখালীর সকলে তাদের ৪জনের সফলতা কামনা প্রত্যাশা করেন।
মন্তব্য চালু নেই