মহিষের বীর্য বিক্রি করেই বছরে ৫০ লাখ টাকা আয়!

একটি মহিষের দাম ৯ কোটি ২৫ লক্ষ টাকা! এতে অবাক হওয়াটা স্বাভাবিকই বটে। আরও আছে। যুবরাজ নামের এই মহিষটিকে দৈনিক ২০ লিটার দুধ খাওয়াতে হয়। ১০ কেজি ফল, যার বেশিটাই আপেল এবং শালগম, ৫ কেজি ঘাস এবং ৫ কেজি খড় তার দৈনিক রসদ। আর তা যোগাতে প্রতিদিন ৩ থেকে ৪ হাজার টাকা খরচ করেন যুবরাজ করমবীর সিং। তাঁর পোষ্য ১১.৫ ফুট লম্বা, ৫ ফুট উচ্চতার দেড় হাজার কিলো এই মোষটিই এখন উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের সীমান্ত চিত্রকুট এলাকায় চলতি গ্রামোদয় মেলার মূল আকর্ষণ।

কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই পশু মেলার আয়োজন করা হয়েছে। মহিষের দাম এত বেশি রাখা কেন? মালিক জানাচ্ছেন ১৫ বছর ধরে বিশেষভাবে তিনি মহিষটিকে পালন করছেন। এখন সে পরিবারের সদস্য। উত্তেজিত করে বা কৃত্রিম উপায়ে তার থেকে প্রতিবার ১০১৪ মিলি বীর্য বার করা হয়। এরপর তা আরও তরল করে ৭০০ থেকে ৯০০ ডোজ বীর্য বানানো হয়। মালিক দাবি করেছে, সেই বীর্যের গুণমান এত ভাল যে কৃত্রিম উপায়ে স্ত্রী মহিষের গর্ভে সফলভাবে বাচ্চা আসে। ডোজ পিছু ৫০০ টাকা নেন করমবীর সিং। আর এভাবেই যুবরাজের বীর্যের ডোজ বিক্রি করে বছরে ৫০ লক্ষ টাকা আয় হয় তাঁর। আর এই টাকাতে শুধু তার সংসারই চলে না বিরাট পশু খামারের খরচও উঠে আসে।

সূত্র : আজকাল



মন্তব্য চালু নেই