মহিলার সামনে নগ্ন হয়ে যান গেইল!

ক্রিস গেইল যেখানে বিতর্কও সেখানে। তাঁর ব্যাট যেমন কথা বলে, তেমনি তাঁর মুখও। অস্ট্রেলিয়ার মাটিতে ‘বিগ ব্যাশ’ খেলার সময় এক টেলিভিশন সঞ্চালিকাকে প্রস্তাব দিয়েছিলেন ‘ক্যারিবিয়ান দৈত্য’। সেই জল গড়িয়েছিল বহুদূর। সমালোচনার জেরে গেইলকে রক্তাক্ত হতে হয়। তাতেও অবশ্যগেইলকে থামিয়ে রাখা যায়নি। তিনি গালমন্দ করতে থাকেন তাঁর সমালোচকদের। খবর-এবেলা

সেই টেলিভিশন সঞ্চালিকা অবশ্য বিতর্ক বেশিদূর এগিয়ে নিয়ে যেতে চাননি। তিনি চুপ করে যান। হঠাৎই ধূমকেতুর মতো উদয় হন আর এক মহিলা। তিনি গেইলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনেন। সংশ্লিষ্ট সেই মহিলা যেই সময়ের উল্লেখ করেন তা ২০১৫-র বিশ্বকাপের সময়ের।

ওয়েস্ট ইন্ডিজ সাজঘরের বাইরে গেইলের সঙ্গে কথা বলছিলেন সেই মহিলা। হঠাৎই সেই মহিলাকে অবাক করে দিয়ে গেইল নাকি নিজের পরনের তোয়ালে খুলে ফেলেন। তবে সেই মহিলার এহেন অভিযোগের কোনও প্রমাণ নেই।



মন্তব্য চালু নেই