মহিলাদের জন্য অভিনব থ্রিডি অন্তর্বাস

থ্রি-ডি প্রিন্টিংয়ের দৌলতে এখন সবই সম্ভব৷ মেয়েদের জন্য আরও সুক্ষ্ম থ্রি ডাইমেনশন প্রিন্টিং প্রযুক্তিতে তৈরি অন্তর্বাস বাজারে আসবে খুব শীঘ্রই৷ বাজারের অনান্য অন্তার্বাসের থেকে এর গুনগত মান হবে অনেক ভাল৷

এমনটাই জানিয়েছেন এই প্রযুক্তির সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা৷ তবে শুধু অন্তর্বাসই নয়, কয়েক বছরের মধ্যেই থ্রিডি প্রযুক্তি পোশাকের বাহারে মহিলামহলে বিপ্লব আনবে তাও জানিয়েছেন বিশেষজ্ঞরা৷ অন্তর্বাস ছাড়াও মেয়েদের খেলাধুলা করার জন্য বিশেষ পোশাক তৈরি করবে সংস্থাটি৷

মহিলাদের পোশাক ছাড়াও কপরবর্তীকালে এই পক্রিয়া আমাদের জীবনে বিপ্লব নিয়ে আসবে বলে আশাবাদী এই প্রিন্টিংয়ের প্রযুক্তিবিদরা৷ আগামী দিনে খুব সুক্ষ্ম এই পোশাক তৈরি হবে থ্রিডি প্রিন্টিংয়ে৷

এর আগে এই প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে৷ তাছাড়া ভবিষ্যতে এই প্রযুক্তি যে ইন্টারনেট প্রযুক্তিকেও হার মানাবে বলে মত থ্রিডি প্রিন্টিংয়ের কয়েকজন আধিকারিকের৷



মন্তব্য চালু নেই