মহিলাকে বন্দি রেখে দেহব্যবসা, অতঃপর যা ঘটল..

এক মহিলাকে বন্দি করে তাকে দিয়ে দেহব্যবসা করাতেন এক দম্পতি৷ দুই গ্রাহক তাদের আড্ডায় গেলে এই ঘটনা প্রকাশ্যে আসে৷ ভারতের হরিয়াণার ফতেহাবাদ এলাকায় এ ঘটনা ঘটে৷

জানা গিয়েছে, দুই যুবক ওই দম্পতির বাড়িতে গেলে রাজকৌর নামের এক মহিলা পাঁচশো টাকার বিনিময়ে তাদের একটি ঘরে পাঠায়৷ ওই ঘরেই অসমের মহিলা ছিলেন৷ ওই মহিলা দুই যুবককে জানায় তাকে বন্দি করে রাখা হয়েছে ওই জোর করে দেহব্যবসা করান হচ্ছে৷ দুই যুবক ওই বাড়ি থেকে বেড়িয়ে পুলিশে খবর দেয়৷ দুই যুবকের অভিযোগের ভিত্তে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে রাজকৌরকে গ্রেফতার করে৷ তার থেকে নগদ টাকা উদ্ধার করে পুলিশ৷ পুলিশ অসমিয়া মহিলাকেও উদ্ধার করে৷

পুলিশের কাছে নির্যাতিতা জানায়, সে তার আত্মীয়দের সঙ্গে রতিয়া এলাকার এসেছিলেন৷ সেখান থেকে তার আত্মীয়রাই তাকে রাজকৌরের কাছে রেখে যায়৷ তাকে দিয়ে জোর করে দেহব্যবসা করান হচ্ছিল৷ এরপরেই ওই দুই যুবককে ঘটনার কথা জানায় সে৷

উল্লেখ্য, ফতেহাবাদ এলাকায় এরআগেও ভিন রাজ্যের যুবতীদের দিয়ে দেহব্যবসা করানোর অভিযোগ উঠেছিল৷ এই মামলার তদন্তকারী অফিসার জানিয়েছেন, রাজকৌরকে আদালতে পেশ করা হয়ে সেখান থেকে তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান হয়েছে৷ অন্যদিকে, নির্যাতিতা মহিলাকে সরকারি হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে৷



মন্তব্য চালু নেই