মহালয়ায় শুভেচ্ছা বার্তা বলিউড তারকাদের
মহালয়া দেবীপক্ষের সূচনা। এই দিনে দেবীকে আহবান জানানো হয় ধরনীতে আগমনের জন্য। আর মহালয়ের দিনে আগমনীর শুভেচ্ছা জানিয়ে টুইটারে নস্টালজিক বলিউড তারকারা।
বিপাশা বসু
সবাইকে শুভ মহালয়া। মা আসছেন ‘দুগ্গা দুগ্গা’। ছোট বেলার সব কথা মনে পড়ে যাচ্ছে নতুন করে।
শিল্পা শেঠি
আজ মহালয়া কৈলাশ থেকে মা বেরিয়ে পরেছেন। দুর্গা পুজো আসলে নরী শক্তির আহবান করা। আমাদের সবার মধ্যে সেই শক্তির উত্থান হোক।
শ্রেয়া ঘোষাল
শুভ মহালয়া। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার গান শুনছি। আজকের সূর্যোদয়টা খুবই স্পেশাল। মা দুর্গাকে স্বাগত।
দিয়া মির্জা
শুভ মহালয়া।
মন্তব্য চালু নেই