মহাকাশ থেকে দেখা পৃথিবী: দেখুন গত বছরের ১০টি চোখ জুড়ানো ছবি
টানা ৩৪০ দিন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাটানোর পর সম্প্রতিই পৃথিবীতে আবার পা রেখেছেন মহাকাশচারী কমান্ডার স্কট কেলি। রাশিয়ান মহাকাশচারী মিখাইল কর্নিয়েঙ্কো এবং স্কট কেলির প্রায় এক বছর মহাশূন্যে কাটানোর ঘটনা থেকে গবেষকেরা লাভবান হবার আশা করছেন। এই এক বছরে তারা বিভিন্ন গবেষণা করেন ঠিকই, তবে আমাদের জন্য আছে আরও একটি চমক। এ সময়ে তিনি দারুণ কিছু ছবি তোলেন এবং এসব ছবি তিনি পোস্ট করেন টুইটারে। চলুন দেখে নেওয়া যাক মহাকাশে এই বড় সময় কাটাতে গিয়ে কী দারুণ সব দৃশ্য ধরা পড়েছে তার চোখে।
১) রং ঝলমলে এই ছবিটি আলজেরিয়ার টাসিলি ন’আজের ন্যাশনাল পার্কের। স্কট কেলি এই ছবি পোস্ট করেন গত বছর ফেব্রুয়ারিতে।
২) না, জলরঙে আঁকা ছবি নয়। ক্যারিবিয়ান আর্কিপেলাগো, বাহামাসের একটি ছবি এটি। গত জুলাই মাসে এই ছবি তোলা হয়েছিলো।
৩) মহাশূন্যে ফোটা প্রথম জিনিয়া ফুল। ছবিটি তোলা হয়েছিলো জানুয়ারিতে।
৪) বালুর ওপর ঠিকরে পড়ছে সূর্যের সোনালি আভা। মিশরের ওয়াদি আল-জাদিদের মনোমুগ্ধকর এক সকালের দৃশ্য।
৫) সন্ধ্যাবেলায় চুপ হয়ে আছে ভারতীয় মহাসাগর। আর জ্বলজ্বলে হলদে রেখাটা হলো আমাদের বায়ুমন্ডলে সূর্যের আলোর প্রতিফলন।
৬) মেক্সিকোর ওপরে হারিকেন প্যাট্রিশিয়া। মহাশূন্য থেকে দেখতেও সে ভয়ংকর।
৭) গত আগস্টে তোলা জাদুকরী এক মেরুপ্রভার ছবি।
৮) পৃথিবী এবং মিল্কি ওয়ে এক ফ্রেমে ধরা পড়েছে এই ছবিতে।
৯) মেঘের মাঝে দিয়ে আল্পস এবং এর পুরো এলাকাটা ক্যামেরায় ধরা পড়েছে এখানে।
১০) তিব্বতের এক লোনাপানির হ্রদ, লাংকা কো এর ছবি। এর নামের মানে হলো শয়তানের লেক। কারণ এই লেকে কোনো প্রাণী বা উদ্ভিদ বাঁচে না।
সবগুলো ছবি নেওয়া হয়েছে স্কট কেলির টুইটার পোস্ট থেকে।
মন্তব্য চালু নেই