মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে আইসিইউতে দিতি
দ্বিতীয় দফায় চিত্রনায়িকা দিতির মস্তিস্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে তার অস্ত্রোপাচার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার মেয়ে লামিয়া চৌধুরী।
অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে নেয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসক ড. পল টি হেংগ্রির তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। শুক্রবার পর্যন্ত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
উল্লেখ্য, এর আগে ২৯ জুলাই একই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছিল। কয়েকদিন সুস্থ থাকলে গত সপ্তাহে ফের অসুস্থ হয়ে পড়েন। গত শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।তবে তার শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নেয়া হয়।
মন্তব্য চালু নেই