মসজিদে গিয়ে বিতর্কে সেলেনা

পপ তারকা সেলেনা গোমেজ সম্প্রতি নতুন বিতর্কে জড়ালেন। জাস্টিন বিবারের সাবেক এই প্রেমিকা তার বন্ধু ও কয়েকজন মডেলের সঙ্গে সম্প্রতি আবুধাবির বিখ্যাত শেখ জায়েদ মসজিদে গিয়েছিলেন।

মসজিদে যাওয়া নিয়ে সমস্যা না হলেও সমস্যা হয়েছে একটি ছবি নিয়ে। যে ছবিটি সেলেনা মসজিদের ভেতর গিয়ে তুলেছেন। এবং তিনি তার বোরকাটা উপর দিকে টেনে পায়ের গোড়ালি দেখিয়ে ছবি তোলেন। এবং সেই ছবি ইন্সটাগ্রামে প্রকাশ করেন। এরপর থেকেই বিতর্ক জমে ওঠতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

যদিও বির্তকের কারণে সেলেনা তার ছবিটি সরিয়ে ফেলেছেন ইন্সটাগ্রাম থেকে। কিন্তু এ  বিতর্ক সহজেই শেষ হবে না বলেই মনে হচ্ছে।1mkh19ru মসজিদে গিয়ে বিতর্কে  সেলেনা



মন্তব্য চালু নেই