মশার কামড়ে দৃষ্টিশক্তি হারালেন মহিলা
মশার কামড়ে চিকুনগুনিয়া (একটি মশা বাহিত আলফা ভাইরাসজনিত রোগ) রোগে আক্রান্ত হরেন৷ অবশেষে চিরকালের মতো দৃষ্টিশক্তি হারালেন ব্রিটেনের এক মহিলা৷ যা দেখে হতবাক চিকিৎসকমহল৷
জানা গিয়েছে, গত বছর গ্রেনাডার দ্বীপে গিয়েছিলেন ওই মহিলা৷ সেই সময়ই মশার কামড়ে আক্রান্ত হন তিনি এবং বেশ কিছুদিন জ্বরেও ভোগেন৷ এরপরই, দেশে ফিরে আসার পর তার অসুস্থতা আরও বেড়ে যায়৷ রক্ত পরীক্ষার পর দেখা যায় যে চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়েছেন তিনি৷ তার ডান চোখেও সমস্যা দেখা দেয়৷ গ্রেনাডা থেকে ফেরার তিন সপ্তাহের মধ্যেই ওই চোখে দৃষ্টিশক্তি কমে আসে মহিলার৷ তবে ঠিক কী কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি, তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে চিকিৎসকদের৷
মন্তব্য চালু নেই